১১ মে, ২০২৪

Morocco: মরোক্কোয় মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়াল, পাশে থাকার বার্তা ভারতেরও
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-10 12:49:12   Share:   

শুক্রবার মরক্কোয় গভীর রাতে ভূমিকম্পে। প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২০০০ জন ছাড়িয়েছে। আহত অন্তত ১৫০০ জন। ৯০০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যম এএফপির রিপোর্ট অনুযায়ী, উত্তর আফ্রিকার দেশে এত প্রবল ভূমিকম্প হয়নি। এই দেশ ভূমিকম্পপ্রবণ নয়। তাই বাড়িগুলিও তেমন পোক্ত নয়। মরক্কোর রাজা ফোর্থ মহম্মদ সশস্ত্র বাহিনীকে বিপর্যয় মোকাবিলার কাজে লাগিয়েছেন। 

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।  বিধ্বংসী এই কম্পনের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে ইউনেস্কো হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ শহরকে ঘিরে থাকা লাল দেওয়াল। ভূমিকম্পের ফলে ঘরছাড়া অসংখ্য মানুষ। এদিকে এই ঘটনায় জি ২০ এর সম্মেলনে মরোক্কোর পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি।


Follow us on :