২৬ এপ্রিল, ২০২৪

Fire: যাত্রিবাহী নৌকা লেডি মেরিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১ জন, নিখোঁজ বহু
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-31 12:26:21   Share:   

যাত্রিবাহী ফেরিতে আগুন (Fire)। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু-সহ ৩১ জনের মৃত্যু (Death) হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একটি ছ’মাসের শিশুও রয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩০ জনকে। এখনও নিখোঁজ অনেকে। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের (Filipince) দক্ষিণে বাসিলান দ্বীপের কাছে।  

পুলিস সূত্রে খবর, যাত্রীবাহী ওই নৌকাটির নাম ছিল 'লেডি মেরি'। বুধবার রাত ১১ টা নাগাদ আচমকা নৌকায় আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনার সময়ে যাত্রীদের অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মাঝসমুদ্রে থাকাকালীনই আচমকা আগুন লাগে লেডি মেরিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নৌকার নীচের তলায়। নৌকার নীচের তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও পুড়ে ছাই হয়ে যায়। সাঁতার না জানা সত্ত্বেও প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেন অনেক যাত্রী। তবে তাতে শেষরক্ষা হয়নি। 

পুলিস আরও জানায়, অনেক চেষ্টার পর বৃহস্পতিবার সকালে আগুন আয়ত্তে আনেন উদ্ধারকারীরা। জল থেকে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩১ জনের দেহ মিলেছে। তবে নৌকায় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিস। 


Follow us on :