১২ মে, ২০২৪

Russia: ফের রুশ ড্রোন হামলায় ইউক্রেনে মৃত ১ ও আহত চার
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-14 17:27:04   Share:   

ফের রুশ (Russian) হামলায় (attack) জ্বলে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার, রাতভর রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই রুশ ড্রোন হামলায় মৃত্যু (death) হয়েছে এক জনের এবং জখম (injury) চার জন। 

ইউক্রেন সেনার অভিযোগ, বহু দিন ধরে ইরানের তৈরি বিস্ফোরকবাহী ড্রোন শাহিদ ব্যবহার করছে রাশিয়া। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভের দাবি, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ে ইরানের তৈরি ড্রোন শাহিদ। প্রায় এক ডজন ড্রোন গুলি করে নামানো হয়েছে। সব মিলিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র ও ২০টি রুশ ড্রোন ধ্বংসের খবর পাওয়া গিয়েছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্ককো জানিয়েছেন, পোডিলস্কি অঞ্চলে একটি বাড়িতে আগুন ধরে যায়। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। ২৩ বছরের এক যুবক ও ১৯ বছর বয়সি একটি তরুণী শার্পনেলে জখম হয়েছে। তাঁদেরকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর যুদ্ধ জারি রয়েছে পূর্ব ইউক্রেনের বাখমুটেও। দীর্ঘ লড়াইয়ের পরে বাখমুট রাশিয়ার দখলে চলে যায়। অবশেষে পরাজিত হলেও প্রকাশ্যে হার স্বীকার করেনি পারেনি কিয়েভ।


Follow us on :