১৫ মে, ২০২৪

Guinness: গিনেস বুকে নাম তুলতে গিয়ে আংশিক দৃষ্টিশক্তি হারালেন এক যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-22 10:26:38   Share:   

গিনেস বুকে (Guinness book) নিজের নাম তুলে কৃতিত্ব স্থাপন করতে গিয়ে আংশিক দৃষ্টিশক্তি (Eyesight) হারালেন নাইজেরিয়ার (Nigeria) এক যুবক। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, টেম্বু এবেরে নামের একটি নাইজেরিয়ার যুবক গিনেস বুকে নাম তুলতে চেয়েছিলেন। সেইকারণে টানা সাত দিন কেঁদেছিলেন তিনি। চোখে জোর করে জল আনার জন্য নানারকম কৌশলও করেছিলেন। আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবকের দৃষ্টিতে সব কিছুই অস্পষ্ট হয়ে যায়।

প্রতিবেদনে জানা গিয়েছে, কে কতক্ষণ সময় ধরে কাঁদতে পারেন তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। আর সেই প্রতিযোগিতাতেই যোগদান করেছিলেন নাইজেরীয় ওই যুবক। ওই যুবক পরে বিবিসিকে জানান, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। এমনকি মাথাতেও ভীষণ যন্ত্রণা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও এখন সুস্থই রয়েছেন আর চোখ নিয়েও কোনও সমস্যা নেই।

তবে এত কিছুর পরেও তিনি কিন্তু হাল ছাড়েননি। ওই যুবক জানিয়েছিলেন, কৌশল বদলে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা, তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাঁকে ওই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেন। গিনেস বুকে নাম তোলার এইরকম কীর্তিকলাপ আগেও বহু বার দেখা গিয়েছে। এটা অবশ্য নাইজেরিয়ায় নতুন কিছু নয়। 


Follow us on :