১৪ মে, ২০২৪

Attack: জলের নীচ থেকে একটি হাঙর লাফ মেরে কামড়ে ধরল মৎস্যজীবীর হাত, তারপর...
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-28 19:12:30   Share:   

জলের নীচ থেকে একটি হাঙর (Shark) লাফ মেরে উঠে কামড়ে ধরল মৎস্যজীবীর (Fisherman) হাত। তারপর ওই মৎস্যজীবীকে টেনে জলে ফেলে দেয় ওই হাঙর। আর এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সমাজমাধ্যেম। ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে (Video) দেখা গিয়েছে, খাঁড়ির জলে হাত ধুচ্ছিলেন ওই ব্যক্তি। ঠিক তখনই ওই ব্যক্তির হাতটি কামড়ে ধরে একটি হাঙর। তারপরই হাঙরটি টান মেরে ওই ব্যক্তিকে জলে ফেলে দেয়। এই ঘটনার পর ওই ব্যক্তির বন্ধু তাঁকে জল থেকে নৌকোর মধ্যে তুলে আনে। 

জানা গিয়েছে, শুক্রবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ফ্লরিডার এভারগ্লেডস জাতীয় উদ্যানে। এই বিষয়ে ওই মৎস্যজীবীর বন্ধু জানান, “ছিপ ফেলে হাত ধোওয়ার জন্য জলের দিকে ঝুঁকতেই একটি বড় বুল শার্ক কামড়ে ধরে বন্ধুর হাত। এভারগ্লেডসে হাঙর ভাবাই যাচ্ছে না।” যদিও এই বিষয়ের পর থেকেই উদ্যানের কর্তৃপক্ষ যথেষ্ট সাবধান করেছে আসন্ন পর্যটকদের।


Follow us on :