১২ মে, ২০২৪

Kidnap: ২০ লক্ষ টাকার মুক্তিপণের লোভে এক ব্যবসায়ীকে অপহরণ, অভিযুক্ত তিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-17 13:38:15   Share:   

২০ লক্ষ টাকার মুক্তিপণের লোভে এক ব্যবসায়ীকে অপহরণ (Kidnap)। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে (Britain)। ইতিমধ্যেই অপহরণকারী তিন জনকে আটক করে পুলিস (Police)। তারপরেই অপহরণের দায়ে ওই তিন জনকে দোষী সাব্যস্ত করে উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্ট। সবমিলিয়ে তাদের ৪৫ বছরের কারাদণ্ড দেয় কোর্ট। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই তিন জন অপরাধীর নাম বলজিৎ বাঘরল (৩৩), ডেভিড বাঘরল (২৮) এবং শানু (২২) নামের যুবক।

পুলিস সূত্রে খবর, কাজ সেরে নিজের গাড়িতে ওঠার সময়ই ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিলেন বাঘরলেরা। ভুয়ো আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে একটি ভ্যানে তোলেন তাঁরা। এর পর তাঁর চোখে কাপড় বেঁধে একটি দোকানে নিয়ে তোলেন। সেখানে তাঁকে হুমকিও দেওয়া হয়। তারপর ওই ব্যবসায়ীকে আটক করেও রাখা হয়। তারপরেই ওই ব্যবসায়ীর বাড়ির লোকের থেকে ১৯,০০০ পাউন্ড মুক্তিপণ নেয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ ৪২ হাজার টাকা। তারপরেই ওই ব্যবসায়ীকে ছাড়েন অভিযুক্তরা। এরপরেই অভিযোগ করা হয় থানায়। আর অভিযোগের পর থেকেই তদন্ত শুরু করেছিল পুলিস। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে অপরাধীদের গ্রেফতার করে পুলিস।


Follow us on :