১৬ মে, ২০২৪

AI: 'বার্বি' উত্তম-সুচিত্রা, 'ওপেনহাইমার' সৌমিত্র, AI-এর সাধুবাদে নেট দুনিয়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-02 18:46:09   Share:   

কয়েক দিন আগেই শিল্পী অনিকেত মিত্র স্বর্ণ যুগের তারকাদের মহাভারতের নানা চরিত্রে সাজিয়েছিলেন। সাহায্য নিয়েছিলেন AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence)। আবারও এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে স্বর্ণ যুগের অভিনেতারা হয়ে উঠলেন সাম্প্রতিক হলিউড সিনেমার চরিত্রে। বর্তমানে সিনেমা হলগুলিতে দাপিয়ে ব্যবসা করছে দুটি সিনেমা, বার্বি এবং ওপেনহাইমার। এই সিনেমা যদি বাংলাতে হত, কারা অভিনয় করতেন?


আসল 'বার্বি' সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মার্গট রবি। ওই সিনেমাতেই 'কেন'এর চরিত্রে অভিনয় করেছেন, রায়ান গসলিং। অন্যদিকে 'ওপেনহাইমার' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মরফি। বর্তমানে এই তিনটি চরিত্রেই, বাংলার তিন স্বর্ণ যুগের অভিনেতাদের ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে, 'বার্বি'র চরিত্রে সুচিত্রা সেনকে। আরেকটি ছবিতে দেখা গিয়েছে, কেন-এর চরিত্রে উত্তম কুমারকে। 'ওপেনহাইমার'-এর চরিত্রে ভাইরাল হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি।


এই কর্মকাণ্ডের পিছনে রয়েছেন, ঋদ্ধিরাজ পালিত। তাঁর সামাজিক মাধ্যমের পেইজ, 'গ্রাফিক রাজ' থেকে পোস্ট করেছিলেন ছবিগুলি। নেটিজেনরা আপাতত এই ছবি নিজেদের প্রোফাইলে শেয়ার করছেন। সম্মতি জানাচ্ছেন, চরিত্রের এই নির্বাচনকে। যেমন বার্বি ও কেনের চরিত্রে বাংলা সিনেমা জগতের রোম্যান্টিক অভিনেতা অভিনেত্রী উত্তম-সুচিত্রাকে যথার্থ মানিয়েছে। অন্যদিকে ওপেনহাইমারের মতো বুদ্ধিদীপ্ত চরিত্রে যথার্থ মানিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। নেটিজেনরা বলছেন, এমন যদি হত, তাহলে ভালোই হত।



Follow us on :