১০ মে, ২০২৪

Celebrities: পঞ্চায়েত নির্বাচনী উৎ'শব' নিয়ে সরব ঋত্বিক-জয়জিৎ-ঋদ্ধি
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-09 11:53:26   Share:   

৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023) হয়েছে। শনিবার দিনভর নির্বাচনী উৎ'শব' প্রত্যক্ষ করেছেন বাংলার মানুষ। বিভিন্ন জায়গায় ভোট বাক্স চুরি, নথি জ্বালিয়ে দেওয়া তো সাধারণ ঘটনা। নির্বাচনের দিনের শেষে হিসেবে করে দেখা গিয়েছে ভোট হিংসায় মৃতের সংখ্যা ২০। আরও আগে থেকে হিসেবে করলে সেই সংখ্যা প্রায় ৪৪। এদিকে নির্বাচন কমিশনার বলেছেন, 'মোটের মধ্যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া।' গণতান্ত্রিক রাজ্যের এই পরিস্থিতি দেখে আর চুপ থাকতে পারেননি বিনোদন জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে, অভিনেতার হাতে থাকা পুতুল তাঁকে প্রশ্ন করছে, 'আচ্ছা বদ্দা, পুলিস কবে পুলিস পুলিস খেলে?' নির্বাচনের দিন এমন পোস্ট অভিনেতা কেন করেছেন তা বুঝতে বেশি গভীরে যেতে হয় না। তিনি যে প্রশাসনকেই দুষেছেন, তা স্পষ্ট ওই পোস্ট থেকে।

অন্যদিকে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের তোপ সমাজের 'বুদ্ধিজীবীদের' দিকেই। অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন, 'এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না ?'

অভিনেতা ঋদ্ধি সেন রাজনৈতিকভাবে বেশ সচেতন এবং সক্রিয়। তাই অল্প কথায় নয়, বেশ ঝাঁঝালোভাবেই আঙুল তুলেছেন রাজনৈতিক হিংসের দিকে। অভিনেতা লিখেছেন, 'পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি , আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায় , আমাদের ভাগাড়ের মাংস।'




Follow us on :