১৩ মে, ২০২৪

Kerala Story: ৯ দিনেই ১০০ কোটির বেশি! বিতর্কের মাঝে রমরমিয়ে ব্যবসা করছে 'দ্য কেরালা স্টোরি'
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-14 12:35:45   Share:   

'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্ক তুঙ্গে। এই সিনেমা নিয়ে সারা দেশজুড়ে এক ঝড় বয়ে চলেছে। পশ্চিমবঙ্গে (West Bengal) এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। ফলে এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। কিন্তু এত বিতর্ক-সমালোচনা-ব্যান কোনও কিছুই কাজে লাগল না। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে ব্যবসা করে চলেছে 'দ্য কেরালা স্টোরি'। জানা গিয়েছে, মুক্তির ৯ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি।

একাধিক বিতর্কের মাঝে সুদীপ্ত সেন পরিচালিত ও আদাহ শর্মা অভিনীত ছবি 'দ্য কেরালা স্টোরি' মুক্তি পায় চলতি মাসের ৫ তারিখ। প্রথমে দেখা গিয়েছিল, এই ছবি তেমন দেখছেন না দর্শকরা। তবে ব্যাপারটা এখন পুরোটাই উল্টো। খুব তাড়াতাড়ি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি। ৯ দিনে মোট ১১২.৮৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শনিবারই কেরালাতেই ১৯.৫০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, অবশেষে দাগ কাটতে পেরেছে এই ছবি। বাংলায় ছবি নিষিদ্ধ হলেও বাকি রাজ্যে হাউজফুল এই ছবি। তবে পরিচালক আশাবাদী যে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও দেখা যাবে তাঁর সিনেমা। তবে শেষ পর্যন্ত মোট কত কোটি টাকার ব্যবসা করতে চলেছে এই ছবি, সেটাই এখন দেখার।


Follow us on :