১৭ মে, ২০২৪

Kajol: 'অশিক্ষিত নেতারা দেশ শাসন করছেন', মন্তব্য কাজলের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-10 12:41:39   Share:   

নিজের পরবর্তী 'কোর্টরুম ড্রামা'র প্রচারে এসে বিতর্কে হাওয়া দিলেন অভিনেত্রী কাজল (Kajol)। অভিনেত্রীর (actress) আসন্ন কাজ 'দ্যা ট্রায়াল'। বর্তমানে এই সিরিজের প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। তেমনই এক প্রচারণার সাক্ষাৎকারে কাজল বলেন, 'আমাদের রাজনৈতিক নেতা রয়েছেন যাদের শিক্ষাগত পারিপার্শ্বিক নেই।' অভিনেত্রীর এই মন্তব্য হইচই তৈরী করেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী এবার এই বিষয়ে মন্তব্য করলেন সামাজিক মাধ্যমে।

সাক্ষাৎকারে কাজল ভারতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন। কাজলের মন্তব্য, 'ভারতের মতো দেশে পরিবর্তন খুবই মন্থর। কারণ আমাদের ঐতিহ্যে আমাদের ভাবনায় আবদ্ধ রয়েছি। একমাত্র শিক্ষা দিয়েই মহিলাদের উন্নয়ন সম্ভব।' এরপর কাজল যোগ করেন, 'আপনাদের রাজনৈতিক নেতাদের শিক্ষাগত পরিকাঠামো নেই। আমি দুঃখিত কিন্তু তবুও এই কথা বলব। আমি যে নেতার দ্বারা পরিচালিত তাঁদের অনেকেরই কোনও মতাদর্শ নেই। আমার মনে হয় শিক্ষা তা দিতে পারে।'

অভিনেত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে, শিব সেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য করেছেন। তিনি টুইটারে লিখেছেন, 'কাজল বলেছেন আমরা এমন নেতা দ্বারা পরিচালিত যারা অশিক্ষিত এবং কোনও দর্শন নেই। কেউ এই নিয়ে বিরক্তি প্রকাশ করছেন না, কারণ এই মন্তব্য তাঁর নিজের এবং তিনি কারও নামও নেননি কিন্তু ভক্তরা এই নিয়ে খুব বিরক্ত হয়েছেন।' 



Follow us on :