১৭ মে, ২০২৪

Rahman: অনুষ্ঠানের মাঝেই এআর রহমানের গান থামাল পুলিস, অন্যায় করেছেন শিল্পী!
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-01 17:42:21   Share:   

সংগীতশিল্পী এআর রহমানের (A.R Rahman) গানের ভক্ত অগুন্তি। তাঁর গান একবার শোনার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শক। অস্কারের মতো সম্মান রয়েছে রহমানের ঝুলিতে। আর সেই শিল্পীকেই অনুষ্ঠানের মাঝপথে গান থামাতে বাধ্য করল পুনে পুলিস। ৩০ এপ্রিল পুনেতে বিশাল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন রহমান। গান গাইতে মঞ্চেও উঠেছিলেন গায়ক। কিন্তু আইন ভঙ্গ করার অভিযোগে মাঝপথেই তাঁকে গান থামাতে বাধ্য করল প্রশাসন।

কী হয়েছে আসল ঘটনা? স্টেজে উঠে নিজের গানের ঝুলি থেকে একের পর এক গান গাইতে শুরু করেন এআর রহমান। গানের আবেশে ভাসতে শুরু করেছে দর্শক। সময় যে কখন পেরিয়ে গিয়েছে, সেই খবর কেউ রাখেনি। গায়কও খতিয়ে দেখেননি সময়। এমন সময় কনসার্টে উপস্থিত এক পুলিস অফিসার রহমানকে বলেন, ১০টা বেজে গিয়েছে, এরপর আর গান গাওয়ার অনুমতি নেই। গায়ক সেই সময় অনুষ্ঠানের শেষ গান গাইছিলেন। পুলিশের কথা শুনে তিনি গান গাওয়া বন্ধ করে দেন।

সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে এই খবর দেন। নেটিজেনদের কেউ পুলিসের ভূমিকার বেশ প্রশংসা করছেন। অনেকে আবার বলছেন,' সময় পেরিয়ে গেলেও শেষ গানটা গাইতে দিলে এমন কি আর হত !'


Follow us on :