১৬ মে, ২০২৪

Cinema: আদিপুরুষের সামনে অর্ধাঙ্গিনীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রানা সরকার
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-11 15:19:41   Share:   

আবারও বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ডাক দিলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। এবার পরিচালক কৌশিক গাঙ্গুলির সিনেমা 'অর্ধাঙ্গিনী' (Ardhangini) নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযোজক। দর্শকের কাছেই সাহায্য চেয়েছেন তিনি। প্রযোজক সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন, 'বাঙালি প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। না হলে কৌশিক গাঙ্গুলির সিনেমা 'অর্ধাঙ্গিনী' সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে। সামনের শুক্রবার বড় বাজেটের বলিউডি ছবি 'আদিপুরুষ' মুক্তি পাচ্ছে। তাই বাংলা সিনেমাকে হল থেকে নামিয়ে দেওয়া হবে।'

পাঠানের সময়ও এমনটাই হয়েছিল বলে দাবি। যদিও এই দাবিকে একেবারে ভুল বলা যায় না।  পূর্বে অনেকবার দেখা গিয়েছে, বাংলা সিনেমা যতই ভালো হোক না কেন, বড় বাজেটের হিন্দি সিনেমা এসে বাংলা সিনেমাকে ঢেকে দিয়েছে। শুক্রবার সারা ভারতে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। তাঁর আগেই আকাশে সিঁদুরে মেঘ দেখছেন প্রযোজক।

২ জুন কলকাতার সিনেমা হলে মুক্তি পেয়েছে অর্ধাঙ্গিনী। ইতিমধ্যেই বহু দর্শকের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। কিন্তু ভালোভাবে ব্যবসা করার আগেই সিনেমা বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বিগ্ন প্রযোজক লিখেছেন বেশ কিছু কথা। এমনকি এই প্রসঙ্গে ইন্ডাস্ট্রির মানুষদের দিকেও তীর ছুঁড়তে ছাড়েননি তিনি। রানা আরও লিখেছেন, 'আমরা ফিলিম ইন্ডাস্ট্রির লোকেরা খুবই স্বার্থপর, নিজের গায়ে আঁচ না লাগলে মুখ খুলি না, এবারো হয়তো তাই হবে। যার সিনেমা সে ছাড়া হয়তো অন্য কেউ মুখ খুলবে না। কিন্তু বাংলা সিনেমাপ্রেমী মানুষরা কেন চুপ থাকবেন? এই প্রতিবাদ এখন না করলে ভবিষ্যতে ভালো বাংলা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।' যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি।


Follow us on :