০৯ মে, ২০২৪

Kabuliwala: সেলুলয়েডের পর্দায় আবারও 'কাবুলিওয়ালা', মিঠুনের প্রথম ঝলক প্রকাশ্যে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-02 11:32:11   Share:   

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টারপিস কাবুলিওয়ালা (kabuliwala)। রহমত আলী এবং মিনির সম্পর্ক নতুনভাবে ভাবতে শিখিয়েছে পাঠকদের। আবার পরিচালক তরুণ সিনহার মুন্সিয়ানায় ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল 'কাবুলিওয়ালা'। সেই ছবিটিও মাস্টারপিসের থেকে কিছু কম নয়। মুখ্য চরিত্রে সেবার সেলুলয়েডের পর্দায় দেখা গিয়েছিল প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসকে। এবার সেই ছবিই আবার উঠে আসতে চলেছে পর্দায়। মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। 

এবার 'কাবুলিওয়ালা' পরিচালনার ব্যাটন ধরতে চলেছেন সুমন ঘোষ। পরিচালক তাঁর গল্প বলার ধরণে আগেই প্রশংসা কুড়িয়েছেন। এবার কাঁধে বড় দায়িত্ব। অন্যদিকে কাবুলিওয়ালার চেহারায় মিঠুন চক্রবর্তীর লুক প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। যদিও মিনির চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও গোপন রয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্প 'কাবুলিওয়ালা'কে শ্রদ্ধা জানাতেই এই ছবি তৈরির প্রয়াস।

অনেকেরই ছোটবেলার স্মৃতিতে গেঁথে রয়েছে কাবুলিওয়ালা ও মিনির মিষ্টি সম্পর্ক। ভালোবাসা-স্নেহ-মমতা যে কাঁটাতারের সীমানা মানে না, সেই গল্প বলে 'কাবুলিওয়ালা'। আবারও পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়ার সময় এসেছে মিঠুন চক্রবর্তীর হাত ধরে।


Follow us on :