০৯ মে, ২০২৪

A.R.Rahman: অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ এআর রহমানের বিরুদ্ধে, কী প্রতিক্রিয়া তাঁর?
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-04 18:38:34   Share:   

বিগত বেশ কয়েক মাসে বারবার সংবাদ মাধ্যমের পাতায় উঠে এসেছে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং গায়ক এআর রহমানের (AR Rahman) নাম। কখনও কনসার্ট করতে গিয়ে রাতের সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঞ্চে উঠে তাঁর গান থামিয়েছেন পুলিস। সম্প্রতি আবার তাঁরই কনসার্টে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল।

সম্প্রতি এক চিকিৎসকের দল সঙ্গীত জগতের এই তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সার্জনদের একটি অ্যাসোসিয়েশন এএসআইসিওএন, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ ২০১৮ সালে গায়কের সঙ্গে একটি মিউজিক কনসার্টের চুক্তি হয়েছিল। একটি কনসার্ট করবেন বলে গায়ক না কি তাঁদের থেকে অগ্রিম ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে কোনও অনুষ্ঠানে করেননি।

যদিও এই অভিযোগ শোনার পরেই পদক্ষেপ করেছেন গায়ক। পাল্টা সার্জনদের অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানহানের অভিযোগ দায়ের করেছেন তিনি। একইসঙ্গে ভাবমূর্তি নষ্ট করার জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।


Follow us on :