১৪ মে, ২০২৪

Bharat: 'INDIA' নয় 'ভারত'-এর সমর্থনে অমিতাভ-কঙ্গনা! সামাজিক মাধ্যমে পোস্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-05 18:32:56   Share:   

মঙ্গলবার সকাল, মাত্র একটি চিঠিতেই দেশজুড়ে শুরু হয়েছে চাপানউতোর। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে 'জি-২০' সম্মেলন। সেই উপলক্ষে দেশের সমস্ত রাজনৈতিক নেতার কাছে রাষ্ট্রপতির তরফ থেকে চিঠি গিয়েছে।  সেই চিঠি প্রেরকের পদের জায়গায় লেখা 'প্রেসিডেন্ট অব ভারত'। এই ছবি দেখেই উত্তাল হয়েছে দেশ। 'INDIA' নাম পরিবর্তন করে দেশের নাম 'ভারত' (BHARAT) হবে, এমন গুজব ছিল কবে থেকেই। রাষ্ট্রপতির চিঠিতে এই হঠাৎ পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে সামনেই অধিবেশন ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য উঠে আসছে। কী বলছেন দেশের তারকারা।

সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই নিজেদের মন্তব্য দিয়েছেন, তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ, অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। শেহবাগ লিখেছেন, 'আমি সবসময় বিশ্বাস করি, নাম এমন হওয়া উচিৎ যা আমাদের গর্ব হবে। আমরা ইন্ডিয়ান্স, ইন্ডিয়া নামটি আমাদের দিয়েছিলেন ব্রিটিশেরা। আনুষ্ঠানিকভাবে আমাদের আসল নাম, 'ভারত '  ফিরে পাওয়া বাকি ছিল।'

অভিনেতা অমিতাভ বচ্চন খুব বেশি শব্দ খরচ করেননি। তবে তাঁর মাত্র একটি লাইন সব পরিষ্কার করে দিয়েছে।  সামাজিক মাধ্যমে অমিতাভ পোস্ট করেছেন, ' ভারত মাতা কি জয়'। অর্থাৎ তিনিও যে ভারত-এর পক্ষে একথা বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে।

কঙ্গনা রানাউতও সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি পোস্ট করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'সকলকে শুভেচ্ছা। আমি দু'বছর আগে একথা বলেছিলাম।' আরও একটি পোষ্টে তিনি লিখেছেন, 'ভারত, ভারত, ভারত। এই ধরিত্রীতে এর থেকে পুণ্য এবং পূজনীয় আর কি আছে? ভারতম, মহাভারতম।'




Follow us on :