১৬ মে, ২০২৪

Churni: করণ জোহারের সিনেমায় বাঙালির গতানুগতিক চিত্রায়নের পক্ষে চূর্ণী
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-27 16:19:30   Share:   

করণ জোহার পরিচালিত সিনেমা 'রকি অউর রানী কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) সিনেমাহলে মুক্তি পেতে চলেছে শুক্রবার, ২৮ জুলাই। এই সিনেমা দিয়ে বেশ কিছু বছর পর পরিচালনায় ফিরতে চলেছেন করণ। তাই স্বভাবোচিত 'ধামাকেদার' সিনেমার ধরনেই আবদ্ধ থাকতে চেয়েছেন তিনি।সিনেমার চিত্রনাট্যের বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় চরিত্রের সাংস্কৃতিক বিভেদকে। এই সিনেমায় দুই মূল চরিত্র, রকি রানধাওয়া এবং রানী চট্টোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, একজন পাঞ্জাবি আরেকজন বাঙালি। তবে সিনেমায় বাঙালি সংস্কৃতির চিরাচরিত চিত্রায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। এই নিয়ে কী বললেন চূর্ণী গাঙ্গুলি (Churni Ganguly)?

এক সংবাদমাধ্যমকে  দেওয়া সাক্ষাৎকারে চূর্ণী বলেন, 'এমন কিছু রীতি রেওয়াজ রয়েছে যা বাঙালি সংস্কৃতিতে লালিত হয়েছে। তবে যদি বিশুদ্ধভাবে বাঙালি হিসেবে একটি পরিবারকে তুলে ধরতে হয় তাহলে তাহলে সেই রীতি রেওয়াজকে রাখতেই হবে।  আমার মনে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে রণবীরের দাদু বলে সম্বোধন এই বিষয়ে ভালো করেছে। আজও অনেক বাঙালি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলতে দেখা যায়।'

অভিনেত্রী আরও বলেন, 'যখন কোনও কোনও বাঙালি পরিবারের চিত্রায়ন করতে হয়, তখন কিছু গোঁড়া বিষয় তুলে ধরতেই হয়। সেসব আসলে ঠিক গোঁড়া নয়। আমার মতে এইসব খুব জরুরিভাবে ভীষণ বাঙালি। আমরা এখনও কোনও বিয়ে বাড়িতে লেহেঙ্গা পরি না। আমরা এখনও শাড়িতেই আটকে রয়েছি।'

প্রসঙ্গত চূর্ণী গাঙ্গুলি এই সিনেমায় রানী চট্টোপাধ্যায় অর্থাৎ আলিয়া ভাটের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আরও একজন বাঙালি অভিনেতাকে দেখা যাবে রানীর বাবার চরিত্রে। তিনি টোটা রায় চৌধুরী। কিছুদিন আগেই কলকাতায় এই সিনেমার জমিয়ে প্রমোশন করে গিয়েছেন কলাকুশলীরা। এবারে শুধু সিনেমা মুক্তির অপেক্ষা।



Follow us on :