১৩ মে, ২০২৪

R.Madhavan: ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীকে নিয়ে হৃদয় বিদারক লেখা মাধবনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-16 14:32:01   Share:   

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব দরবারে সমাদৃত। সম্প্রতি তিনি গিয়েছিলেন ফ্রান্সের প্যারিসে। সেই দেশের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরণ নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ফ্রান্সের বিখ্যাত মিউজিয়াম লুভরাতে নৈশভোজের আয়োজন করেন। কেবল প্রধানমন্ত্রী নন, ভারতের জনপ্রিয় অভিনেতা আর মাধবনও (R. Madhavan) আমন্ত্রণ পেয়েছিলেন সেই নৈশভোজে। ১৪ জুলাই অভিনেতা (Actor) সেই নৈশভোজে উপস্থিত থেকেছিলেন। ছোট ছোট রিলস আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার ভারত এবং ফ্রান্সের দেশ প্রধানের উদ্দেশে হৃদয় বিদারক লেখা লিখলেন তিনি।

মাধবন তাঁর লেখায় দুই দেশ প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। এতটা সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কাটিয়ে যে তিনি আপ্লুত, সেই মনের কথা জানিয়েছেন ইনস্টাগ্রামের পোস্টে। অভিনেতা লিখেছেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে লুভরাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরণের আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত হয়ে আমি সম্মানিত। দুই বিশ্ব নেতাই আবেগের সঙ্গে দুই দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন। পজেটিভিটি এবং পারস্পরিক সম্মান পরিবেশকে ভালোবাসায় পরিপূর্ণ করেছিল। আমি প্রার্থনা করি তাঁদের মনোবাঞ্ছা এবং পরিকল্পনা যেন আমাদের সঠিক সময়ে ফসল দেয়।'

তবে ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে অভিনেতা ভুলে যাননি ভারতকে। ১৪ জুলাই ভারতের জন্যও একটি বিশেষ দিন ছিল। সেই দিনই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে চন্দ্রযান থ্রি। অভিনেতা ভারতের এই বিশেষ পদক্ষেপেও সম্মান জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, '১৪ জুলাই চন্দ্রযান থ্রিয়ের উৎক্ষেপণের জন্য আরও সুন্দর দিন হিসেবে চিহ্নিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ মিশনের সাফল্যের প্রার্থনা করি।'


Follow us on :