২৭ এপ্রিল, ২০২৪

Film: কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অয়নের ছবিতে ঋত্বিক-সোহিনী, বিতর্কে কী প্রতিক্রিয়া?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 21:54:04   Share:   

মনি ভট্টাচার্য: নিয়োগ-কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের পর এবার অয়ন শীল প্রযোজিত সিনেমা (Bengali Film) রাজ্য রাজনীতির চর্চায়। কুন্তলের মতোই নিয়োগ-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার অয়ন শীল। জানা গিয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ছবির পরিচালক জাতীয় পুরস্কারজয়ী কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অয়নের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি কবাড্ডি-কবাড্ডি ছবিতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং অর্জুন চক্রবর্তীর মতো টলিউডের পরিচিত মুখ। এমনকি এই ছবিতে নাকি অভিনয় করেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীও। ছবির একটি অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীদের (Rittik Chakraborty) সঙ্গে দেখা গিয়েছে শ্বেতাকেও। এবার শিক্ষা দুর্নীতিতে এই ছবির প্রযোজক অয়নের নাম জড়ানোর পর, তাঁর প্রযোজিত সিনেমা নিয়ে কিছুটা হলেও বিড়ম্বনায় কি টলিউডের উল্লিখিত পরিচিত মুখ?

ইতিমধ্যে সামনে এসেছে অয়নের সংস্থার ব্যানারে হওয়া, কবাড্ডি-কবাড্ডি সিনেমার টাইটেল-লঞ্চের ছবি। এই প্রসঙ্গে সিএন ডিজিটালের তরফে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ফোনে ধরা হলে তিনি বলেন, 'শ্বেতা ওই সিনেমায় অভিনয় করেছেন, তাই ওই সিনেমার টাইটেল লঞ্চে একই মঞ্চে সবাইকে দেখা গিয়েছে। এর বেশি শ্বেতার বিষয়ে আমার কিছু বলার নেই। প্রযোজকের আয়ের উৎস অবশ্যই জানা উচিত, কিন্তু একজন অভিনেতার পক্ষে সেটা সবসময় জানা হয়ে ওঠে না।'

এই অভিনেতা আরও বলেন, 'সিনেমায় অভিনয় করার পর সাধারণত এধরনের বিতর্ক কোনওভাবেই কাম্য নয়। একটা ছবি করার সময় প্রযোজকের সমস্ত তথ্য, কাগজপত্র একজন অভিনেতার পক্ষে খতিয়ে দেখা হয়ে ওঠে না।'

তবে ইডি যদি তদন্তের স্বার্থে আমাকে ডাকে, তবে নিশ্চয় যাবো। সিএন ডিজিটালের কাছে এই মন্তব্য করেন ঋত্বিক চক্রবর্তী। এদিকে, এদিন এবিষয়ে কথা বলার জন্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী সোহিনী সরকার। মঙ্গলবার সোহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, ব্যস্ততার কারণে কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি অভিনেত্রী।


Follow us on :