২৪ সেপ্টেম্বর, ২০২৩

Sunny Leone: 'কেনেডি' নিয়ে কান-এ সানি লিওনি, দেখুন তাঁর মোহময়ী ছবি
CN Webdesk      শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

পেশাগত জীবনের দ্বিতীয় অধ্যায়ে বলিউডে পদার্পণ করেছিলেন সানি লিওনি (Sunny Leone)। একদা 'পর্ণস্টার'-এর তকমা ঘুচিয়ে আজও নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই করে চলেছেন সানি। তিনি যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, প্রত্যেকটিই বলিউডে (Bollywood)। তবে এবার বলিউড পরিচিতি তাঁকে নিয়ে গেল বিশ্ব দরবারে। সানি অভিনয় করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সিনেমা 'কেনেডি'তে (Kennedy)। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ছবিটি। সেই চলচ্চিত্র উৎসবেই ভারতের অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন সানি।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে সিনেমার প্রিমিয়ারে এবং তার আগে বেশ কিছুটা সময় কাটিয়েছেন সানি। প্রত্যেকদিন আলাদা আলাদা লুকে ছবি দিয়েছেন তিনি। এমনিই সানির সৌন্দর্যে মূর্ছা যায় তাঁর ভক্তরা। চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর গ্ল্যামার যেন আরও অনেকটা বেড়ে গিয়েছে। কান চলচ্চিত্র উৎসবের ডেবিউতে সানি বেছে নিয়েছিলেন সবুজ রঙের একটি গাউন।


'কেনেডি' ছবির সাংবাদিক বৈঠকে সানি পরেছিলেন একটি প্রিন্টেড বডি হাগিং ড্রেস। সঙ্গে বেইজ রঙের ফ্রেঞ্চ কোট তাঁর শোভা বাড়িয়েছে। ছবি দিয়ে সানি বলেছেন, 'এই পোশাকটি ভালোবেসে ফেলেছি।' 


'কেনেডি' ছবির প্রিমিয়ারের দিন রেড কার্পেটে সকলের নজর কেড়েছেন সানি। গোলাপি রঙের একটি  'থাই হাই' স্লিট গাউন বেছে নিয়েছিলেন অভিনেত্রী। একাধিক ছবি আপলোড করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, 'কেনেডির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ভারতীয় সিনেমার প্রতিনিধি হওয়ার চেয়ে আনন্দের কিছু নেই। আমার জন্য এবং পুরো টিমের জন্য সুন্দর মুহূর্ত।' 



Follow us on :