১৪ মে, ২০২৪

Sukesh: সরকারি আধিকারিক সেজে ২ কোটি প্রতারণা, সুকেশের বিরুদ্ধে নতুন মামলা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-16 11:02:55   Share:   

প্রতারণা-তোলাবাজির অভিযোগে তিহারে জেল খাটছেন সুকেশ চন্দ্রশেখর। এবার তাঁর বিরুদ্ধে আরও এক প্রতারণা মামলার চার্জশিট জমা আদালতে। ইডি ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে সুকেশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। শনিবার অভিযুক্ত কনম্যানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, সুকেশের প্রতারণার শিকার হয়েছেন এক আর্থিক সংস্থার প্রাক্তন প্রোমোটারের স্ত্রী জাপনা সিং। তাঁর অভিযোগ, সরকারি আধিকারিকের পরিচয়ে ফোন করে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়েছেন সুকেশ। পাটিয়ালা হাউস কোর্টে এই মামলা রুজু করেছে ইডি।

ইডির দাবি, আর্থিক দুর্নীতি দমন আইনের ৩ এবং ৪ নম্বর ধারায় সুকেশের বিরুদ্ধে ওই বিপুল অর্থ প্রতারণার প্রমাণ রয়েছে। তদন্তকারীদের কাছে ইচ্ছা করেই তথ্যপ্রমাণ গোপন করন সুকেশ। এমনকি, প্রতারণার মামলার তদন্তে সহযোগিতা করছেন না তিনি। ফলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি।


Follow us on :