বলি পাড়ায় (Bollywood) সকলের অগোচরে প্রেম করেছেন তাঁরা। এ নিয়ে গুঞ্জন কম হয়নি। বিয়েটাও (Marriage) চুপিসারে সারবেন বলে আলোচনা হচ্ছিল। এতক্ষণে নিশ্চই বুঝে গিয়েছেন, কাদের কথা বলা হচ্ছে! বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবাণীকে (Kiara Advani) নিয়েই যত আলোচনা।
শেষে জানা গেল, নতুন বছরের ফেব্রুয়ারির ৬ তারিখ চার হাত এক হবে দু'জনের। প্রথমে ভাবা হয়েছিল গোয়াতে হবে সিদ্ধার্থ ও কিয়ারার নতুন জীবনের শুরু। এরপর সূত্র মারফত খবর, রাজস্থানের জয়সালমীরের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত, সব ধরনের আচার অনুষ্ঠান মেনেই সম্পন্ন হবে বিয়ে। অতিথি তালিকায় রয়েছেন সিনে দুনিয়ার বিশেষ বন্ধুরা এবং পরিবার, বন্ধু-বান্ধব ও কাছের মানুষজন।
নিজেদের সম্পর্ক নিয়ে আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন পর্দার শেরশাহ জুটি। ‘শেরশাহ’-তে একসঙ্গে কাজের সুবাদে প্রথম আলাপ হয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার। 'শেরশাহ' থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব, যা শেষ অবধি প্রেমে গড়ায়। আপাতত তাঁদের বিয়ের প্রতীক্ষাতেই দিন গোনা শুরু করেছেন অনুরাগীরা।