১৬ মে, ২০২৪

Pathaan: 'পাঠান' ঝড় অব্যাহত! বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই প্রতিটি সিনেমা হল হাউসফুল
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-12 14:10:11   Share:   

দীর্ঘ প্রতীক্ষার পর এবারে বাংলাদেশেও ঝড় তুলতে চলেছে কিং খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। দিনটা ছিল ২০২৩ সালের ২৫ জানুয়ারি, দীর্ঘ চার-পাঁচ বছর পর রূপোলি পর্দায় কামব্যাক করেছেন বলিউডের 'বাদশাহ'। স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সারা বিশ্বজুড়ে ১০৫০ কোটির ব্যবসা করেছে ছবি। গড়েছে একের পর এক রেকর্ড। এবারে ১২ মে বাংলাদেশেও (Bangladesh) মুক্তি পেল এই ছবি। জানা গিয়েছে, ছবি মুক্তির আগেই আগামী দু'দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভারতের মতো সেদেশেও যে শাহরুখ ম্যাজিক ফের ছড়িয়ে পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

পাঠান ছবি বাংলাদেশে মুক্তি পাওয়ায় এক ইতিহাস তৈরি করেছে। কারণ ১৯৭১ সালের পর এই হিন্দি ছবি প্রথম বাংলাদেশে মুক্তি পেল। ফলে এই ছবি যে সেদেশের মানুষদের জন্য বিশেষ, তা বোঝাই যাচ্ছে। অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের সংস্থার আধিকারিক অনন্য মামুন জানিয়েছেন, বাংলাদেশ জুড়ে মোট ৪১ টি সিনেমা হলে এই ছবি মুক্তি পেয়েছে। আর প্রতিদিন ১৯৮ টি করে শো পেয়েছে এই ছবি। এমনকি এই ছবি মুক্তি পাওয়ার দু'দিন আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটি সিনেমা হল হাউজ ফুল। ফলে এখন এটাই দেখার যে, বাংলাদেশে কত টাকার ব্যবসা করতে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ছবি 'পাঠান'।


Follow us on :