১৬ মে, ২০২৪

Cannes: 'কান চলচ্চিত্র উৎসব, পোশাকের নয়', কাকে বিঁধলেন নন্দিতা?
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-22 11:30:13   Share:   

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2023) শুরু হয়েছিল ১৬ মে, উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। সারা বিশ্ব থেকে তাবড় অভিনেতা-অভিনেত্রীরা গিয়েছেন চলচ্চিত্র উৎসবে। তবে গত কয়েক বছরে তারকাদের থেকেও বেশি আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁদের পোশাক। এই কদিন আগে চলচ্চিত্র উৎসবে ডিজাইনার পোশাক পরে ট্রোলড হতে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। এই পোশাক প্রসঙ্গে মুখ খুললেন, টলিউড তথা বলিউড অভিনেত্রী নন্দিতা দাস (Nandita Das)। কান চলচ্চিত্র উৎসবে তিনিও গিয়েছেন বেশ কয়েকবার। যদিও এই বছর সেখানে যাননি, কিন্তু অতীতের কথা মনে পড়ছে তাঁর। অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের মনের কথা।

ইনস্টাগ্রাম একাউন্ট থেকে অভিনেত্রী সম্প্রতি ২০০৫, ২০১৩, ২০১৬ এবং ২০১৮ সালের বেশ কিছু ছবি আপলোড করেছেন। সঙ্গে লিখেছেন, 'খুব দুঃখের সঙ্গে এই বছর কান চলচ্চিত্র উৎসবের কথা মনে পড়ছে। মানুষ ভুলে যায় এটি চলচ্চিত্র উৎসব, পোশাকের নয়। আমি আপনাদের সেই সময়ের বিশেষ সিনেমাগুলি দেখাতে পারব না, যে দুর্দান্ত কথোপকথন হয়েছে, সেগুলি শোনাতে পারব না। কিন্তু যেই বছর মান্টো মুক্তি পেয়েছিল, সেই সময়ে নিয়ে যেতে পারি।'

অভিনেত্রী আরও লিখেছেন, একমাত্র তিনিই শাড়ি পরে কান চলচ্চিত্র উৎসবে যেতেন। সেখানে এই নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু তিনি শাড়িই বেছে নিতেন। নন্দিতার কথায়, 'শাড়ি আমি সবসময় পরতে পছন্দ করি। সাধারণ, সুন্দর এবং ভারতীয়। পরতেও সুবিধে, খুলতেও সুবিধে।'


Follow us on :