১৭ মে, ২০২৪

Jubilee: বিবেকের মুখে জুবিলির সমালোচনা! পিরিয়ড পিস নিয়ে কী বললেন পরিচালক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-09 17:46:10   Share:   

সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানির (Vikramaditya Motwani) ছবি জুবিলি। এবার কাশ্মীর ফাইলস (The Kashmir Files) খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী সমালোচনা করলেন এই ছবির। যদিও পরিচালক সরাসরি এই ছবির সমালোচনা করেনি। তিনি বলেন কোনও বিশেষ সিনেমা বা সিরিজ সম্পর্কে তিনি বলছেন না। ‘জুবিলি’-র (Jubilee) গল্প ১৯৫০ সালের মুম্বই শহরকে কেন্দ্র করে। বিক্রমাদিত্য মোতওয়ানির পরিচালনায় এই সিরিজে অভিনয় করেন সিদ্ধান্ত গুপ্ত, অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানার মতো তারকা। তবে বিশেষ চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বিবেক লিখেছেন, 'এই সময়ে বলিউড কেন পিরিয়ড ছবি তৈরি করছে? এগুলো গতিহীন, শিথিল এবং নিষ্প্রাণ। দেখতে পাচ্ছি, সেই সময়ের লোকজনও আমাদের সময়ের লোকজনের মতোই ব্যস্ত। তারা এই সময়ের মতোই শৌখিন পোশাক পরছে, কেন সেই সময়ের উপযোগী পোশাক পরছে না? কেন আমরা তেমন পিরিয়ড ছবি বানাতে পারছি না, যেখানে কুশীলব স্বাভাবিক এবং সেই সময়কালের গণ্ডির মধ্যেই বাঁধা থাকবে?'

বিবেক প্রশ্ন তোলেন, 'কেন বলিউডের পিরিয়ড ছবিগুলো পুরনো গ্রামোফোন, ট্রাম, কোঠাবাড়ি ছাড়া তৈরি করা যাচ্ছে না? কেন সব পুরুষের কোঁকড়ানো চুল? এমন ভাবে চরিত্রগুলো কথা বলে, যেন সব সময়ই নেশাগ্রস্ত হয়ে রয়েছে! এসব কী!'


Follow us on :