ব্রেকিং নিউজ
Kangna-Ranaut-praises-Pathan-Movie-in-recent-tweet
Kangna: 'আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী', পাঠান দেখে মন্তব্য কঙ্গনার

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-28 12:31:23


সদ্য টুইটার থেকে নির্বাসন উঠেছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Actress Kangna Ranaut)। ফিরেই স্বমহিমায় বলিউডের ক্যুইন। পাঠানের (Pathan Movie) প্রাথমিক বক্স অফিস সংগ্রহ নিয়ে পরোক্ষে সরব ছিলেন অভিনেত্রী। এবার কঙ্গনার দাবি, 'গত দশ বছরে পাঠান শাহরুখের সেরা ছবি। দেশবাসীর মনোযোগ টেনে ভালবাসা পেয়েছে পাঠান।' 

দেখা গিয়েছে কঙ্গনার এই ট্যুইটের নিচে এক নেটিজেন লিখেছেন, 'কঙ্গনা অভিনীত শেষ ছবি ‘ধকড়’ প্রথম দিনে মাত্র ৫৫ লাখ টাকা আয় করেছিল এবং এই ছবির মোট বক্স অফিস সংগ্রহ ২.৫৮ কোটি। এদিকে, পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নয়।

তবে তাৎপর্যপূর্ণভাবে কঙ্গনা লেখেন, 'আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী। আফগানিস্তানের পাঠানদের মতো নন। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর যে চরিত্র এই সিনেমায় রয়েছে, সে-ও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তা-ই বলছে।' অভিনেত্রীর সাম্প্রতিক ট্যুইটে তাঁর মুখে বিদ্বেষের চেয়ে ভালবাসার ছোঁয়া বেশি পাওয়া গিয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন