ইডি, আদালত, ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা সহ কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে সম্পর্ক, নানা বিতর্কের মধ্যে দিয়ে কেটেছে ২০২২। এই সমস্ত অভিযোগ একপাশে রেখে নতুন বছর ইতিবাচক ভাবে শুরু করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। নতুন বছরের শুরুতেই মুম্বই থেকে সোজা পাড়ি দিলেন বৈষ্ণোদেবীর মন্দিরে। অভিনেত্রীর, মায়ের দরবারে যাওয়ার কিছু ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
অভিনেত্রীকে এদিন সাদা পোশাকে দেখা গিয়েছে। সাদা প্যান্ট, সাদা পশমের জ্যাকেট। কপালে তিলক এবং গলায় বৈষ্ণোদেবীর উত্তরীয়। জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে কাটরায় পৌঁছন জ্যাকলিন। তারপর সেখান থেকে বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার জ্যাকলিন বৈষ্ণোদেবীর দরবারে যান।
উল্লেখ্য, গত বছর শেষের দিকে জম্মুর বৈষ্ণোদেবীতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। নিরাপত্তার কঠিন ঘেরাটোপের মাধ্যমে প্রবেশ করেন মন্দিরে। অনুরাগীদের ক্যামেরা ফাঁকি দিতে পারেননি তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।