১৪ মে, ২০২৪

Urfi: আদিমতার নেশা! গাছের ছাল দিয়ে তৈরী পোশাক পরলেন উরফি
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-20 17:37:27   Share:   

ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) এবার নতুন অবতারে প্রকাশ্যে এলেন। সাধারণত মানুষ যা কিছু দিয়ে তৈরী পোশাক পরেন না, উরফি তেমন বস্তু দিয়ে তৈরী পোশাকই পরেন। কিন্তু এইবার তিনি যেন আদিমতার নেশায় মত্ত হলেন। উরফির নতুন পোশাক তৈরী হল গাছের ছাল দিয়ে। এই গাছের ছাল দিয়ে তৈরী পোশাক আদিম যুগের মানুষেরা পরতেন। এত বছর পর সেই আদিমতাকেই নিজের পোশাকে তুলে ধরলেন ইন্টারনেট গার্ল।

নিজের সামাজিক মাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেছেন উরফি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাছের পাশে দাঁড়িয়ে রয়েছেন উরফি। গালে হাত দিয়ে ভাবছেন কী দিয়ে তৈরী পোশাক পরবেন। এরপর ট্রানজিশনে দেখা যায়, গাছের ছাল দিয়ে তৈরী পোশাক পরেছেন উরফি। কিন্তু সেই ছাল অবশ্য প্রাকৃতিক কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ উরফি রিলের ক্যাপশনে লিখেছেন, 'এই পোশাক বানানোর সময়ে কোনও গাছে আঘাত করা হয়নি।'

তবে উরফির এই ফ্যাশন ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। এক নেটিজেন কমেন্ট করে লিখেছেন, পুরো সুশি রোলের মতো লাগছে।' আরেক নেটিজেন লিখেছেন, 'সাবধানে, পাখিরা জানতে পারলে এই পোশাকে বাসা বানাবে।'


Follow us on :