LATEST NEWS
29 May, 2023

Rajnikant: রজনীকান্ত কন্যার বাড়িতে চুরি, নগদ-গয়না মিলিয়ে উধাও চার লক্ষ টাকা
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২০ ১৬:৫৫:২৩   Share:   

চুরির অভিযোগে থানায় হাজির থালাইভা রজনীকান্তর কন্যা ঐশ্বর্যা (Aisharwa)। তাঁর চেন্নাইয়ের বাড়ি থেকে উধাও (Theft in House) প্রায় চার লক্ষ টাকা। ঘটনাচক্রে দক্ষিণী সিনেমায় প্রযোজক-পরিচালক হিসেবে পরিচিত নাম ঐশ্বর্যা। তাঁর বাড়ি থেকেই গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। রজনীকান্তর কন্যা জানান, 'টেম্পলের কাজ করা না কাটা হিরে, হিরের নেকলেস, নবরত্ন সেট, আর্ম নেকলেস, হাতের বালা, আরও অনেক রকমের গয়না এবং সঙ্গে সোনার দুটি নেকলেস এবং মানানসই কানের দুল ছিলো চুরি যাওয়া গয়নার মধ্যে।' লোপাট হওয়া মোট হিরে ও সোনার গয়না মিলিয়ে ৩ লক্ষ ৬০ হাজার টাকার সম্পদ উধাও হয়েছে বলে জানান রজনী-কন্যা (Rajanikant)।

 ঐশ্বর্যা ২০১৯ সালে বোন সৌন্দর্যার বিয়েতে শেষবার গয়নাগুলো পরেছিলেন। তারপর গয়নাগুলো সৌন্দর্যার বাড়ি থেকে রজনীকান্তের বাড়ি যায়। তবে লকারের চাবি সুরক্ষিতভাবে আলমারিতে তোলা ছিল। ঐশ্বর্যার দাবি,'তাঁর অনুপস্থিতিতে নিয়মিত কাজ করেছেন গৃহ পরিচারকরা। চেন্নাইয়ের বাড়ির গয়নার লকারের কথা তাঁরা জানতেন বলেই অনুমান।' 

Ad code goes here

ঐশ্বর্যের সন্দেহ, 'তাঁরাই কোনওভাবে চাবি নকল করে গয়না উধাও করেছে। বাড়ি থেকে কীভাবে গয়না চুরি হলো।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :