১০ মে, ২০২৪

Movie: 'দ্যা কেরালা স্টোরি' প্রসঙ্গে 'বলিউড মৃত' বলে তোপ দাগলেন পরিচালক
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-22 12:51:18   Share:   

দ্যা কেরালা স্টোরি (The Kerala Story) মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। সিনেমার বিষয় নিয়ে আপত্তি উঠেছিল। একাধিক জায়গায় ছবি প্রদর্শন নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়, এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গও। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্যা কেরালা স্টোরি' সিনেমায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হয়েছে, এই অভিযোগ উঠেছিল। বহু সমালোচনায়, তির্যক মন্তব্যে বিদ্ধ হয়েছে সিনেমাটি। এইবার সিনেমার পাশে দাঁড়ালেন, আরেক পরিচালক রাম গোপাল বর্মা।

পরিচালক সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এই নিয়ে মুখ খুলেছেন। তিনি লিখেছেন, 'আমরা নিজেদের এবং অন্যদের মিথ্যে বলতে খুব পছন্দ করি। কিন্তু কেউ যখন সামনে এসে আমাদের সত্যি কথা বলে আমরা তা মানতে পারি না। দ্যা কেরালা স্টোরি নিষিদ্ধ করার পিছনে বলিউডের এই মৌন থাকা আসলে মৃত্যু।'

এখানেই থামেননি তিনি। রাম গোপাল বর্মা লিখেছেন, 'দ্যা কেরালা স্টোরি ভয়ানক সুন্দর আয়নার মতো যা বলিউডের মৃত চেহারাগুলি আয়নায় দেখাচ্ছে।' এখানে না থেমে তিনি লিখেছেন, কেরালা স্টোরি থেকে শেখা মুশকিল। কারণ মিথ্যে থেকে শেখা সহজ, সত্য থেকে শেখা কঠিন।'


অন্যদিকে পশ্চিমবঙ্গে কেরালা স্টোরি নিয়ে জট কাটেনি এখনও। পশ্চিমবঙ্গে কেরালা স্টোরি দু-তিন দিন চলার পর তাতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। এই মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জানিয়ে, সিনেমা প্রদর্শনের পক্ষে রায় দিয়েছিল। যদিও পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, রাজ্যে এখনও দ্যা কেরালা স্টোরি চলছে না। তিনি আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন।


Follow us on :