১৬ মে, ২০২৪

Sushant: 'সাক্ষ্যপ্রমাণ এসেছে', সুশান্তের মৃত্যুর তিন বছর পর গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস দেবেন্দ্র ফড়নবিশের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-29 14:20:55   Share:   

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তিনবছর পার। ২০২০ সালের জুন মাসেই তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে বলা হলেও তাঁর পরিবার মানতে নারাজ। তাঁরা অভিযোগ করেন, তাঁকে খুন করা হয়েছে। এই মামলার তদন্তভার পরে সিবিআইকে দেওয়া হলেও এখনও কোনও চার্জশিট পেশ করতে পারেনি তারা। ফলে সুশান্তের অনুরাগীদের মনে ক্ষোভ রয়েছে। তবে এবারে তাঁর মৃত্যুর মামলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy CM Devendra Fadnavis)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, 'প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, সেটা পুরোটাই কানাঘুষো ছিল। তবে এখন বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সমেত এগিয়ে এসেছেন। তার ভিত্তিতে আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিসের কাছে সেই সব তথ্যপ্রমাণ জমা দেন।' তিনি আরও বলেন, 'আমরা এখন হাতে আসা প্রমাণ যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত এখনও চলছে এবং এই পর্যায়ে মামলার চূড়ান্ত পরিণতি সম্পর্কে কোনও মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।'


Follow us on :