১৫ মে, ২০২৪

Aaradhya: আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর, কী রায় দিল দিল্লি হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-21 09:54:34   Share:   

আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan) অভিযোগের জের! অভিষেক ও ঐশ্বর্য কন্যা আরাধ্যার জীবন ও স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিল বচ্চন পরিবার। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই রায় দেওয়া হয়েছে। ওই ইউটিউব চ্যানেলগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি হাইকোর্ট। যেসমস্ত ইউটিউব চ্যানেলের ভিডিওতে আরাধ্যার বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে, সেসব ভিডিও অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া  হয়েছে। এছাড়াও বলা হয়েছে, বর্তমানে সেই চ্যানেলগুলি থেকে কোনও ভিডিও আপলোড করাও যাবে না।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারক সি হরিশঙ্কর এই রায় দিয়েছেন। গতকাল মোট নটি ইউটিউব চ্যানেলের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আরাধ্যার জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনওরকমের ভিডিও তৈরি, আপলোড, শেয়ার করা যাবে না। এখানেই শেষ নয়, হাইকোর্ট গুগলকেও সেই সমস্ত ভুয়ো খবর ছড়ানো ভিডিওগুলোকে ইউটিউব থেকে সরানোর নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি এই ধরণের বিভ্রান্তিমূলক খবর ফের প্রকাশ করা হয় তাহলে গুগল কী করবে সেই বিষয়টিও অবিলম্বে জানাতে হবে।


Follow us on :