২২ মে, ২০২৪

Deepfake: বিকৃত ভিডিও-ছবি তৈরি ও প্রচারে তিন বছরের জেল! ডিপফেক কাণ্ডে নির্দেশিকা জারি কেন্দ্রের
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-07 20:42:15   Share:   

রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) 'ডিপফেক' (Deepfake) ভিডিও-র পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিকৃত ছবি নিয়েও শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এবারে কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়ার উদ্দেশে নির্দেশিকা জারি করা হল। 'ডিপফেক' ভিডিও-র বাড়বাড়ন্তের মাঝে সমাজমাধ্যমগুলির কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তারা ডিপফেক ভিডিও আটকাতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের তরফে সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে, কোনও ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তির ছবি-ভিডিও বিকৃত করেন, তবে তাঁর তিন বছরের জেল বা তাঁকে ১ লক্ষ টাকার জরিমানা হতে পারে। এছাড়াও কোনও বিকৃত ছবি বা ভিডিও শেয়ার হওয়ার পর কোনও রকমের অভিযোগ আসার ২৪ ঘণ্টার মধ্যেই সব রকমের সমাজমাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।


Follow us on :