২৬ এপ্রিল, ২০২৪

Akshay: ছবি ফ্লপ তো কী! তরুণীর হার্ট ট্রান্সপ্লান্টে অর্থ সাহায্য করে 'খিলাড়ি' থাকলেন অক্ষয়
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-10 15:50:55   Share:   

একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। বলিউডের (Bollywood) ফ্লপ ছবির তালিকায় রয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত অনেক ছবিই। অক্ষয় ছবি সংখ্যা বাড়ানোর দৌড়ে নেমেছে বলে শোনা যায় বলি পাড়ায়। এমনকি শোনা যায়, তাঁর একমাত্র লক্ষ্যই পারিশ্রমিক। এমন ধরনের কথায় অক্ষয় খুব একটা কান দেন না। নিজের কাজে অবিচল। তবে লোকচক্ষুর আড়ালে প্রচুর মানবিক কাজ করে চলেছেন তিনি।

বহু মানুষের বিপদে পাশে পেয়েছেন অক্ষয়কে। যেমন এবার তিনি গুরুগ্রামের ২৫ বছর বয়সী আয়ুষীর পাশে দাঁড়ালেন। জানা গিয়েছে, ওই মহিলার জন্মগতভাবেই হার্টে সমস্যা। হৃৎপিণ্ডের মাত্র ২৫ শতাংশ কাজ হয়। সেক্ষেত্রে প্রয়োজন বড় অপারেশনের। প্রয়োজন প্রচুর অর্থের। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এই ঘটনার কথা জানতে পেরে এগিয়ে আসেন বলিউডে খিলাড়ি কুমার। রোগীর পরিবারের হাতে তুলে দেন ১৫ লক্ষ টাকা। যদিও অক্ষয় নিজে এই ধরনের কাজ ক্যামেরার আড়ালে করতে চান।

কিন্তু অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে মুখ খুলেছেন রোগীর দাদু। তিনি জানান, অক্ষয় তাঁর নাতনির কথা জানতে পারেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর থেকে। অক্ষয়কে নিয়ে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। আয়ুষীর দাদু বলেন, ‘‘হৃৎপিণ্ড প্রতিস্থাপনই একমাত্র পথ। অক্ষয় কুমারের তরফে সাহায্য পাওয়ার পর এবার আমরা দাতার সন্ধান শুরু করব।’’


Follow us on :