Left Ads Here
Right Ads Here
২২ সেপ্টেম্বর, ২০২৩

Kajol: যা প্রত্যাশা করেছিলেন তা পেলেন না, কেন এমন লিখলেন কাজল?
CN Webdesk      শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

অভিনেত্রী কাজল (Kajol Devgan) বলিউডে (Bollywood) দাপিয়ে ছবি করেছেন একসময়। জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন প্রথম সারিতে। সিনেমার পর্দায় কাজলকে যতটা মজার স্বভাবের দেখতে মনে হয়, ব্যক্তিগত জীবনেও কাজল তেমনই। বিভিন্ন অনুষ্ঠানে কাজলকে যতবার দেখা গিয়েছে, তাঁর রসিকতায় মুগ্ধ হয়েছেন ভক্তরা। ব্যক্তিগত জীবনেও কাজল হিউমারের জবাব নেই। সামাজিক মাধ্যমে কাজল দুটি ছবি শেয়ার করেছেন, তাতে কাজলের রসিকতা আরও স্পষ্টভাবে বোঝা গিয়েছে।

সম্প্রতি কাজল কোনও এক পার্টিতে গিয়েছিলেন। মেরুন রঙের অফ শোল্ডার একটি ড্রেস পরেছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন। কাজল এমনিই সুন্দরী, ছবিতে তাঁকে আরও বেশি সুন্দরী দেখাচ্ছিল যেন। নেটিজেনরা যথারীতি কমেন্ট সেকশনে প্রশংসার বন্যা বইয়েছেন। কিন্তু আসল চমক পরের ছবিতে।


পরের ছবিতে দেখা গিয়েছে, নিজের জামায় ট্যিসু পেপার জড়িয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, 'যা চাই এবং যা পাই'। দ্বিতীয় এই ছবিটিতে কাজলের হিউমরে নেটিজেনদের মধ্যেও হাসির রোল উঠেছে।


Follow us on :