১০ মে, ২০২৪

Cinema: বিশ্ব দরবারে দেবী চৌধুরানী, পোস্টার রিলিজ কান চলচ্চিত্র উৎসবে
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-21 14:18:44   Share:   

বাংলার সম্মান এবার বিশ্ব দরবারে। কান চলচ্চিত্র উৎসবে পোস্টার রিলিজ হতে চলেছে বাংলা সিনেমা দেবী চৌধুরানীর (Devi Chowdhurani)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নিজের সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সিনেমার পোস্টারের ভিডিও আপলোড করেছেন 'প্রসেন ষ্টার'। জানা গিয়েছে, কান চলচ্চিত্র উৎসবেও (Cannes Film Festival) এই পোস্টার প্রকাশিত হবে। প্রসঙ্গত আন্তর্জাতিক দরবারে এই প্রথম কোনও সিনেমার পোস্টার মুক্তি পাবে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে দেবী চৌধুরানী সিনেমার পটভূমি তৈরী হয়েছে।  নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানীর চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। সিনেমাটি প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে। বাংলা, হিন্দি, তামিল, ইংরেজি, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোষ্টে উল্লেখ রয়েছে সিনেমা মুক্তির সময়। চলতি বছরে দুর্গাপুজোতেই মুক্তি পেতে পারে সিনেমাটি। প্রসঙ্গত দেবী চৌধুরানী প্রথম ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৯৭৪ সালে টলিউডে মুক্তি পেয়েছিল, পরিচালক দীনেন গুপ্তের দেবী চৌধুরানী। মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। বাংলার দর্শকের চোখে এখনও সুচিত্রা সেনের অভিনয় লেগে রয়েছে। এবার বড় পর্দায় শ্রাবন্তী সেই চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেইটাই দেখার।


Follow us on :