২১ মে, ২০২৪

World Cup 2023: ভারত-পাক মহারণের আগেই বড় চমক! পারফর্ম করতে চলেছেন অরিজিৎ-শঙ্কর-সুখবিন্দর
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-14 13:08:47   Share:   

অবশেষে অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ (INDvsPAK World Cup 2023)। শনিবার দুপুর ২ টো থেকেই শুরু হবে মহারণ। ভারত-পাকের বহু প্রতীক্ষিত ম্যাচকেই দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বাঙালিদের জন্য এই দিনটি আরও বিশেষ। একে আজ মহালয়া, তার মধ্যে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। এককথায় জমজমাট শনিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। তবে এই মহারণ শুরু হওয়ার আগেই রয়েছে এক বড় চমক। মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই প্রি-ম্যাচ অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিং। ইতিমধ্যেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন অরিজিত। তাঁকে বলতে শোনাও গিয়েছে, তাঁর খিদে পেয়েছে। কিন্তু কোন গান গাইবেন তিনি, তা নিয়ে তিনি কিছু জানাননি সংবাদমাধ্যমে।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার বেলা সাড়ে ১২টায় অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স শুরু হবে। তবে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানা গিয়েছে। শুধুমাত্র অরিজিৎ সিং নয়, এই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও। ফলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অরিজিত, সুখবিন্দর ও শঙ্করের পারফরম্যান্স। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড়। উৎসবের মরশুমের মাঝেই ভারত-পাক ম্যাচ নিয়ে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা। আবার তার আগেই অরিজিত-শঙ্করের পারফরম্যান্সের জন্যও উন্মাদনা তুঙ্গে। ভারত-পাক বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আবার ডিজনি হটস্টারেও লাইভ সম্প্রচার করা হবে ম্যাচটি।


Follow us on :