১২ মে, ২০২৪

National Film Awards: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন আল্লু-আলিয়া-কৃতি
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-17 18:12:13   Share:   

দিল্লিতে (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Films Award Ceremony)। দুপুর ১.৩০ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ২০২৩ এর অগাস্ট মাসে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক জাতীয় পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায়, এই প্রথম তেলেগু অভিনেতা হিসেবে 'পুষ্পা' র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আল্লু আর্জুন। তেলেগু সিনেমার জগতে এর আগে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে কেউই জাতীয় পুরস্কার পাননি। ফলে আল্লু অর্জুনের হাত ধরেই তা সম্ভব হওয়ায় আজ তেলেগু সিনেমার জগতে উৎসবের মেজাজ। এছাড়াও বলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা এই পুরস্কার জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছে আলিয়া ভাট, কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠী সহ একাধিক তারকা।

আজ, ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু এই পুরষ্কার সকল বিজয়ীদের হাতে তুলে দিলেন। পুরস্কার নিতে হাজির হয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। আবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। 'মিমি' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি'-এর জন্য় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। আবার পঞ্চমবার জাতীয়স্তরে সেরা গায়িকার পুরস্কার পেলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। 'মিমি' ছবির জন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'  সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। 'কাশ্মীর ফাইলস' ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার জিতেছেন। 'আরআরআর' সিনেমার জন্য সেরা পরিচালক হিসাবে এসএস রাজমৌলি জাতীয় পুরস্কার জেতেন।  অপরদিকে ওয়াহিদার রহমান দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন। এদিন এই বর্ষীয়ান অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে।


Follow us on :