LATEST NEWS
28 May, 2023

CPR: ফের পর্দার 'ভিলেন' বাস্তবের নায়ক, এয়ারপোর্টে এক যাত্রীর প্রাণ বাঁচালেন সনু! দিলেন সিপিআর
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০১-১৮ ১৭:২৫:৪০   Share:   

সিনেমার পর্দায় খলনায়ক হলেও বাস্তব জীবনে তিনি ত্রাণকর্তা। তিনি আর কেউ নয়,তিনি হলেন বলিউড অভিনেতা সনু সুদ (Sonu Sood)। মানুষের সাহায্য করতে এগিয়ে যেতে তাঁকে বহুবার দেখা গিয়েছে। এবারও তার অন্যথা হল না। এবার বিমানবন্দরে (UAE Airport) সহযাত্রীর জীবনরক্ষা (Life Save) করতে দেখা গেল তাঁকে।

সনু ফিরছিলেন দুবাই থেকে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য দাঁড়িয়েছিলেন। সে সময় হঠাৎ একজন মধ্যবয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। দেরি না করেই ছুটে যান সনু। ওই ব্যক্তি ততক্ষণে জ্ঞান হারান। দ্রুত ওই ব্যক্তিকে সিপিআর (হাত দিয়ে হৃদযন্ত্রে বলপ্রয়োগ) দিতে শুরু করেন সনু। বিমানবন্দরের সিপিআর আধিকারিকরা ছুটে আসেন। ইতিমধ্যে ঘটনাস্থলে লোক জড়ো হয়ে যায়। বেশ কিছুক্ষণ সিপিআর দেওয়ার পর জ্ঞান ফেরে তার। জীবন রক্ষার জন্য সনুকে কৃতজ্ঞতা জানান এই যাত্রী।

Ad code goes here

মানুষের কল্যাণে এরকম ঝাঁপিয়ে পড়ার মনোভাব সনু সুদকে দর্শকের চোখে দেবদূত করে তুলেছে। তাঁর এই চেতনা ও মানবিকতা তাঁকে আগামী দিনেও যেন জনহিতকারী কাজে প্রেরণা জুগিয়ে যায়।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :