১৫ মে, ২০২৪

Adipurush: প্রেক্ষাগৃহে একটি করে সিট রাখা হবে বজরংবলীর জন্য, ঘোষণা 'আদিপুরুষ' টিমের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-06 14:01:42   Share:   

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। চলতি মাসের ১৬ তারিখেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ওম রাউত (Om Raut) পরিচালিত ছবিটি নিয়ে বিতর্কে কম ছিল না। কিন্তু সেই বিতর্ককে এড়িয়ে এবারে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তি পাওয়ার আগেই 'আদিপুরুষ'-এর টিম একটি বড় ঘোষণা করল। তাদের তরফে বলা হয়েছে, ছবি মুক্তি পাওয়ার পর প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে সিট রামভক্ত হনুমানের (Lord Hanuman) জন্য সংরক্ষিত করে রাখা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে একাধিক প্রশ্ন জাগছে নেটিজেনদের মনে।

প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে সিট বজরংবলীর উদ্দেশে উৎসর্গ করার নেপথ্যে কী কারণ, তা নিয়ে প্রশ্ন উঠলে, আদিপুরুষ-এর টিম একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'যখনই রামায়ণ পাঠ করা হয় তখন সেখানে রামভক্ত হনুমানের আবির্ভাব হয়। আর এই বিশ্বাসকে শ্রদ্ধা করেই প্রেক্ষাগৃহে একটি করে সিট বরাদ্দ করা হয়েছে ও এই সিটটি বিক্রি করা হবে না। এটি রামভক্ত হনুমানের জন্য বরাদ্দ।'


Follow us on :