২১ মে, ২০২৪

Hema: 'বিহু বিহারের উৎসব', সমালোচিত হয়ে ক্ষমা চাইলেন হেমা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-15 10:17:53   Share:   

বিহুর শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে হেমা মালিনী (Hema Malini)। আসামের জনপ্রিয় উৎসব 'বিহু' (Bihu)। সেই উৎসবে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির উত্তর প্রদেশের মথুরার এমপি। কিন্তু একটি ভুলে চরম সমালোচিত হলেন হেমা। তিনি টুইটারে লিখেছিলেন, 'এখন রোপনের মরশুম, তামিজ পুথান্ডু (নতুন বছর), বৈশাখী (পাঞ্জাব ), বিহু (বিহার) এবং পহেলা বৈশাখ বা নববর্ষ (বাংলা) উদযাপন করা হয়।'

এক নেটিজেন এই টুইটের নিচে লেখেন, 'ম্যাডাম বিহু আসামে হয়। দয়া করে আপনার টুইট সংশোধন করুন।' এরপর এমন একাধিক মন্তব্য ধেয়ে আসে হেমা মালিনীর দিকে। আরেক নেটিজেন লেখেন, 'আপনি সম্পূর্ণ ভুল ম্যাডাম। বিহু একমাত্র আসামে হয়। একমাত্র জায়গায় বিহুর দিনে সবচেয়ে বেশি সম্মিলিত নৃত্যের উৎসব গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে।'

অভিনেত্রী ও এমপি এই টুইটের বহর দেখে খুব তাড়াতাড়ি নিজের ভুল শুধরে নেন। তিনি আবার টুইট করে লেখেন, 'ভুল করে আমি বিহু বিহারে উদযাপন হয় লিখেছি। আমাকে ক্ষমা করে দিন। বিহু আসামের উৎসব পড়বেন দয়া করে।' এরপর অবশ্য হেমাকে নিয়ে সমালোচনা থামিয়েছেন নেটিজেনরা।  তিনি নিজের ভুল শুধরে নিয়েছেন বলে প্রশংসা করছেন নেটিজেনরা।



Follow us on :