২৭ এপ্রিল, ২০২৪

Swastika: মথুরার দোলে নিজেকে রাঙালেন স্বস্তিকা, পিছনে কী বিশেষ কারণ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-10 10:32:37   Share:   

বাংলায় “খোল দ্বার খোল, লাগলো যে দোল” হোক বা হিন্দিতে “বালাম পিচকারি” হোক, বসন্ত উৎসব কিন্তু রঙ সর্বত্র ছড়িয়ে দিয়েছে। দোল বা হোলির (Holi) কথা বললেই চলে আসে রাধা-কৃষ্ণের লীলাক্ষেত্র মথুরা-বৃন্দাবনের প্রসঙ্গ। সারা বিশ্ব থেকে বহু মানুষ আসেন মথুরা-বৃন্দাবনের হোলি উৎসবে শামিল হতে। বৃন্দাবনে ধুমধাম করে পালিত হয় রঙের উৎসব। আর এবারে সেই আনন্দে যোগ দিতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাও আবার ৯ বছর পর গায়ে দোলের রঙ লাগালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেছেন। 

বৃন্দাবনে রং খেলার ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, “৯ বছর পর দোল খেললাম। ২০১৪ সালের পর আর রং ছুঁইনি, বাড়ি থেকেও বার হইনি। আগের এতগুলো বছরের সমস্ত পাওনা এক দোলেই মিটিয়ে নিলাম। আগামী দিনের জন্যও বেশ কিছু বাড়তি রং তুলে নিলাম। রাধে রাধে।”

ছবিতে একেবারে রাধার মতোই লাগছিল স্বস্তিকাকে। কখনও হলুদ শাড়িতে আবার কিছু ছবিতে সাদা শাড়িতে রঙিন হয়ে উঠেছেন নায়িকা। এত বছর পর যে মনে রঙ লেগেছে তা ছবিতে ঝরে পড়া হাসি দেখে স্পষ্ট। এর পিছনে কী অন্য কোনও কারণ রয়েছে?


Follow us on :