জ্যাকলিনের ফার্নান্ডেজের (Jacueline Fernandez) জীবন নাকি নরক করেছেন সুকেশ চন্দ্রশেখর (Conman Sukesh Chandrasekhar)। আদালতে দাঁড়িয়ে এমন বিস্ফোরক দাবি করেন বলিউড অভিনেত্রী। ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় মূল অভিযুক্ত সুকেশের সঙ্গেই সন্দেহের তালিকায় তাঁর চর্চিত বান্ধবী জ্যাকলিন। ইতিমধ্যে একাধিক ইডি (RD) জেরার মুখে পড়েছেন শ্রীলঙ্কান সুন্দরী। কিন্তু আবার সুকেশকে কাঠগড়ায় তুললেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, আমার আবেগের সঙ্গে খেলা করেছে, আমার জীবন নরকে পরিণত করে দিয়েছে সুকেশ।'
অর্থ প্রতারণা কাণ্ডের তদন্তে গত এক বছরে একাধিক বার আদালতে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। পড়েছেন ইডি জেরার মুখে। তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। এবার কোর্টে সুকেশের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস এই বলিউড অভিনেত্রীর। জবানন্দিতে তিনি জানান, 'পিঙ্কি ইরানি নামক এক মহিলার মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আমার যোগাযোগ। পিঙ্কি আমার মেকআপ আর্টিস্টকে বোঝান যে, সুকেশ একজন গুরুত্বপূর্ণ সরকারি আমলা। নিজেকে সান টিভির মালিক ও জয়ললিতার আত্মীয় বলে পরিচয় দিয়েছিল সুকেশ। বলেছিল সে আমার অনুরাগী এবং আমার দক্ষিণী ছবিতে কাজ করা উচিত।'
এখানেই থামেননি অভিনেত্রী, জ্যাকলিন জুড়েছেন, 'তাঁর সঙ্গে দিনে প্রায় তিন বার ভিডিও কলে কথা বলতেন সুকেশ। নিজেকে শেখর বলে পরিচয় দিয়েছিল সে, ওর অপরাধমূলক কাজকর্ম জানতে পারার পর আমি জানতে পারি ওর আসল নাম সুকেশ।'