২৭ এপ্রিল, ২০২৪

Corona: ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের গুচ্ছ নির্দেশিকা, দেখুন কী কী মানলে তবে নামতে পারবেন
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-04 17:25:56   Share:   

করোনার (Corona India) নয়া প্রজাতির সংক্রমনের কথা মাথায় রেখে, ভারতে আসা আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য গাইডলাইন (Covid Guideline) জারি কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ (Ministry of Health) মন্ত্রক ৩ সেপ্টেম্বর থেকে এই নির্দেশিকা বলবৎ করেছে। দেশের সমস্ত বিমানবন্দরে জন্য এই গাইডলাইন কার্যকরী। বিশ্বের ১৩৪টি দেশ থেকে ভারতে আসা বিমান যাত্রীদের জন্য এই গাইডলাইন। 

কী উল্লেখ সেই গাইডলাইনে---

বিমান যাত্রার আগে

# যখন বিমানে যাত্রার পরিকল্পনা করেছেন, তখন আগে থেকে এয়ার সুবিধা পোর্টালে ৭২ ঘণ্টার আগে করা করোনা টেস্টের রিপোর্ট এবং টিকাদানের নথি আপলোড করতে হবে গত ১৪ দিনের যাত্রার ইতিহাস সংক্রান্ত নথি আপলোড করতে হবে।

বিমানে ওঠার আগে---

# বিমানে ওঠার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা, এয়ার সুবিধা পোর্টালে সমস্ত যাত্রীদের ৭২ ঘণ্টা আগে করা করোনা টেস্টের রিপোর্ট এবং টিকা সংক্রান্ত নথি খতিয়ে দেখবে। সেই নথি না থাকলে বিমানে ওঠার অনুমতি মিলবে না

# যারা উপসর্গহীন তাদের ক্ষেত্রে থার্মাল স্ক্রিনিংয়ের পর বিমানে ওঠার অনুমতি মিলবে

# বিমানের সফরের সময় মেনে চলতে হবে করোনা বিধি

বিমানবন্দরে নামার পর---

# সামাজিক দূরত্ব বজায় রেখে ,যাতে বিমান থেকে যাত্রীরা নামেন সেটা খেয়াল রাখতে হবে

# থার্মাল স্ক্রিনিং করতে হবে প্রত্যেক যাত্রীকে। এয়ার সুবিধা পোর্টালে আপলোড করা নথি দেখাতে হবে বিমানবন্দরে 

# বিমান বন্দরে স্ক্রিনিংয়ের সময় কোনও যাত্রীর ক্ষেত্রে করোনা উপসর্গ দেখা দিলে তাঁকে সেই মুহূর্তে আইসোলেশনে পাঠাতে হবে। এরপর রোগীর রিপোর্ট পজিটিভ আসলে তাঁকে চিকিৎসার ব্যাবস্থা দিতে হবে স্বাস্থ্য দফতর বা স্বাস্থ্য মন্ত্রকের প্রোটোকল অনুযায়ী

# ওই যাত্রীর টেস্টের নমুনা, জিন বিন্যাসের নমুনা পাঠাতে হবে

# বিমানবন্দরের পাশাপাশি জল বন্দর এবং সীমান্তেও একই নিয়ম জারি থাকবে

# পরবর্তী নির্দেশিকা না আসার আগে পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে


Follow us on :