২৭ এপ্রিল, ২০২৪

Corona India: সামান্য নিম্নমুখী হলেও এখনই স্বস্তি নেই দেশের কোভিড গ্রাফে
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-09 11:50:12   Share:   

উৎসবের রেশ কাটতে না কাটতেই ভয় ধরাচ্ছে দেশের কোভিড গ্রাফ (Covid Graph)। ক্রমশ বেড়েই চলেছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে পজিটিভিটি রেট (Positivity Rtae)। যা স্বাভাবিকভাবেই চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। এখন সকলের মনে প্রশ্ন, তবে কি ফের জারি হতে পারে করোনা বিধিনিষেধ? যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি স্বাস্থ্যমন্ত্রকের তরফে।  কিন্তু রবিবার সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণ (Coronavirus)। তবে তেমন কোনও হেরফের নেই শনিবারের থেকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৫৬ জন। যা শনিবার ছিল ২ হাজার ৭৯৭ জন। সংক্রমণ সামান্য নিম্নমুখী তা স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৫৯৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৬২১ জন করোনামুক্ত হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার (Recovery Rate) ৯৮.৭৫ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৯৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ৭৩ হাজার ৬৮২ জনের বেশি মানুষ টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।


Follow us on :