০৮ মে, ২০২৪

Baghbazar: দু'বছর পর বাগবাজারে সিঁদুর খেলা, উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-05 17:16:23   Share:   

দু'বছর বন্ধ থাকার পর ফের সিঁদুর খেলায় মেতে উঠেছিল বাগবাজার সর্বজনীনের পুজো। উত্তর কলকাতা এবং শহরতলির একাধিক জায়গার মহিলারা ভিড় করেছিলেন মণ্ডপে। মাকে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁদের নিজেদের মধ্যে সিঁদুর খেলতেও দেখা গিয়েছে। মণ্ডপে উপস্থিত এক বধূ বলেন, 'দু'বছর সিঁদুর খেলা বন্ধ ছিল, খুব মন খারাপ ছিল। এই পুজোর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। দু'বছর বাদে বাধাহীন ভাবে সিঁদুর খেলতে পেরে ভালো লাগছে। সবাই একজায়গায় মিলিত হয়ে সিঁদুর খেলেছি।'


এদিকে, বেলা যত গড়িয়েছে, ততই ফাঁকা হয়েছে শহর-শহরতলির একের পর এক মণ্ডপ। দশমী পুজো, ঘট নাড়ানো এবং দর্পণে বিসর্জনের পালা চুকিয়ে মণ্ডপে মণ্ডপে মাকে বরণের পালা। তারপরেই চেনাপরিচিতদের সিঁদুর খেলে রাঙা মুখে মাকে বিদায় জানানোর পালা।


এদিন বালিগঞ্জ কালচারালের পুজোয় সিঁদুর খেলতে দেখা গিয়েছে অভিনেত্রী পাওলি দামকে। বুধবার সকাল থেকেই এই দৃশ্য পুজো মণ্ডপে মণ্ডপে। গঙ্গার ঘাটগুলোয় ভিড় বাড়ার সঙ্গেই বেড়েছে পুলিসি নিরাপত্তা। জলে রিভার গার্ড এবং স্থলে কলকাতা পুলিসের বিশেষ বাহিনীর তত্ত্বাবধানে চলছে প্রতিমা নিরঞ্জন।



Follow us on :