২৬ এপ্রিল, ২০২৪

Utsav: এসেছে শরৎ মানেই পুজোর ঢাকে কাঠি, আসুন সর্বজনীন এই উৎসবে মিলিত হই মহামায়ার পদতলে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 17:10:31   Share:   

সৌমেন সুর: শরৎকাল এসে পড়া মানেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। ইতিমধ্যে বেজেছে আলোর বেণু, মেতেছে ভুবন। মনের কাছাকাছি চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাতাসে শিউলির মন ভুলনো গন্ধ, মাঠেঘাটে কাশফুলের দোলা, আকাশে শরতের মেঘের হাতছানি। এসবের মধ্যেই ফুটে উঠছে পুজোর সুর,তাল, ছন্দ। এই মহাপুজোয় শুধু হিন্দুধর্মের নয়, সবধর্মের সম্প্রীতির মহামিলন ঘটে।

এক অদ্ভুত আনন্দে সব জাতি উৎসবে মেতে ওঠে। আকাশে-বাতাসে বাজে আগমনী গান। এ উৎসব জাতিকে সৌন্দর্যের অভিসারে ডাক দেয়। এই উৎসব প্রবাসীকে ঘরে ফিরিয়ে আনে। এ উৎসব ঈর্ষা, দ্বন্দ্ব, হীনমন্যতা ভুলিয়ে দেয়। এই উৎসবে প্রীতি এবং প্রেমে সবাইকে মহৎ করে।

আমাদের শারদ উৎসব এক সম্প্রদায়ের হয়েও সকলের। শারদ উৎসব ধর্মীয় হয়েও সামাজিক এবং সর্বজনীন মহিমায় দীপ্ত। সব ধর্মের মিলনক্ষেত্র এই দুর্গাপুজো। আসুন উঁচু-নিচু ভেদাভেদ ভুলে এবারও মিলিত হই মহামায়ার পদতলে, শারদীয় উৎসবের উঠোনে।


Follow us on :