২৬ এপ্রিল, ২০২৪

Corona India: স্বস্তি! দেশের দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী, যদিও ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-17 11:12:00   Share:   

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি। শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি টপকে গেলেও বৃহস্পতিবারের থেকে কমেছে সংক্রমিতের সংখ্যা। শনিবারও সেই ধারা বজায় রেখেছে দেশের কোভিড গ্রাফ। যদিও চিন্তার বিষয় অ্যাকটিভ কেসের ও  (Active Case)  ক্ষেত্রে। তবে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৪৭ জন। যা বৃহস্পতিবার ছিল ৬ হাজার ২৯৮ জন। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৩০২ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৮৯ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৮৪৮ জন। শতকরা হিসেবে মোট আক্রান্তের ০.১১ শতাংশ। যা আগের দিনও ছিল সামান্য বেশি। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৩৭৪ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫,৬১৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৪১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ২৩ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪০ হাজার ২১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।


Follow us on :