বালাকোট নিয়ে বিতর্কে দিগ্বিজয় | CN
পুলওয়ামার জঙ্গি হামলার জবাবে বালাকোটে ভারতীয় সেনার অভিযান নিয়ে এবার পাল্টা প্রশ্ন তুলে ফের বিতর্কে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সোমবার দলের সভায় দিগ্বিজয়ের প্রশ্ন, কেন্দ্রের দাবি, পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কিন্তু আসলে তার প্রমান কোথায়। কংগ্রেস নেতার মন্তব্যে সমালোচনায় সরব প্রাক্তন সেনা কর্তা থেকে রাজনীতিকরা।