পাঞ্জাবে পুরভোটে রীতিমতো ধরাশায়ী হয়ে গেল বিজেপি
সবুজ বিপ্লবের দেশে গোলা ভরে কৃষক আন্দোলনের ফসল ঘরে তুললো কংগ্রেস। পাঞ্জাবে পুরভোটে রীতিমতো ধরাশায়ী হয়ে গেল বিজেপি। এমনকি বিজেপির সঙ্গে জোট ছাড়ার পরও ৫৩ বছরের গড় হারাল শিরোমণি অকালি দল। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অসমে এক সভায় বলেন, পাঞ্জাবে বিজেপির হারের সঙ্গে কৃষি আইনের কোনও সম্পর্ক নেই।