কোভিড প্রতিরোধে কোভিশিল্ডের চেয়েও কার্যকারিতা বেশি কোভ্যাক্সিনের
ওস্তাদের মার শেষ রাতে। জানা গেল, কোভিড প্রতিরোধে কোভিশিল্ডের চেয়েও কার্যকারিতা বেশি কোভ্যাক্সিনের। তৃতীয় দফার ট্রায়ালের ফল প্রকাশ করে ভারত বায়োটেক এদিন জানাল, তাদের টিকার কার্য়কারিকা ৮১ শতাংশ।